• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

যাত্রী সংকটে তিতুমীর কলেজ বাস!

  জিটিসি প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ১২:০০
তিতুমীর
তিতুমীর কলেজ বাস (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল করার জন্য বিভিন্ন রুটে চারটি বাস রয়েছে। বাসগুলো ভোরে রাজধানীর চারটি পয়েন্টে পৌঁছে শিক্ষক-শিক্ষার্থীদের সকাল ৮টার আগে কলেজে পৌঁছে দেয়।

তবে বেশকিছুদিন যাবত বাসগুলো যাত্রী সংকটে ভুগছে। দ্বিতীয় এবং তৃতীয় শিক্ষাবর্ষের পরীক্ষার কারণে এই টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে। বাস আছে, যাত্রী নেই।

খোঁজ নিয়ে জানা যায়, ইদানীং বাসে যাত্রী সংকট প্রকট। এর পেছনে ১ম বর্ষের ক্লাস পরীক্ষা না থাকা এবং অন্যান্য বর্ষের পরীক্ষা চলার ফলশ্রুতিতে যাত্রী নেই বললেই চলে।

কলেজ অধ্যক্ষ মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, কলেজ ক্যাম্পাস থেকে দুপুর ৩টায় বাস ছাড়ার সময় কমপক্ষে ১৫ জন যাত্রী না হলে বাস ছাড়বে না। আর স্টপেজ ব্যতীত যত্রতত্র বাসে শিক্ষার্থীদের উঠানো ও নামানোর ব্যাপারে ড্রাইভারদের বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আগামী ২৩ নভেম্বর থেকে এই নোটিশ কার্যকর করা হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড