• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে ওয়াটার পোলোর চ্যাম্পিয়ন একাত্তর হল

  ঢাবি প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৯, ০৮:৫৭
ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘শেখ রাসেল স্মৃতি আন্তঃহল ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৯’ এ চ্যাম্পিয়ন হয়েছে বিজয় একাত্তর হল এবং রানার্সআপ হয়েছে জগন্নাথ হল।

১৮-১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় জগন্নাথ হলকে ১-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল। এতে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৪টি গোল করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সার্জেন্ট জহুরুল হক হলের শাহীন আলম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এমন একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য ডাকসুকে ধন্যবাদ। ভবিষ্যতেও এমন সুন্দর প্রতিযোগিতা অব্যাহত থাকবে আশা করি। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে ঢাবি উপাচার্য বলেন, আশা করি ওয়াটার পোলো জাতীয় প্রতিযোগিতায়ও তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।

বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মরণে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজনের উদ্যোক্তা এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর। তিনি বলেন, সোমবার ১৩টি হলের ছেলেদের দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিনে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে সেমি ফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানি, ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো. মাসুম, ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, ডাকসুর সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, মাহমুদুল হাসান, তিলোত্তমা শিকদার, সাইফুল ইসলাম রাসেল প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড