• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

  এমআইইউ প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ২২:০৯
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
মানারাতে ভর্তি মেলার উদ্বোধন (ছবি : সংগৃহীত)

রাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ৫০ শতাংশ ছাড়ে স্প্রিং-২০২০ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য হাফিজুল ইসলাম মিয়া। নয় দিনব্যাপী এ মেলা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

মেলা উদ্বোধন কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. এম. কোরবান আলী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন অধ্যাপক হেমায়েত হোসাইন খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন অধ্যাপক মো. হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার মনিরুল ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. জাহানগীর কবির, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক ও কন্ট্রোলার অব এক্সামিনেশনস এ এইচ এম আবু সাঈদ, ইইই বিভাগের প্রধান কেএম আকতারুজ্জামান, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক (ভর্তি) আবদুল কাদের, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ইইই বিভাগের সহকারী অধ্যাপক সায়ীদ ইসলাম, ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনেশনস মুহাম্মদ আবদুল লতিফ, ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) আলমগীর হোসেইন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, বিএ ইন ইংলিশ, ফার্মেসি, এলএলবি, সিএসই (দিবা ও সান্ধ্যকালীন), ইইই (দিবা ও সান্ধ্যকালীন) ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম চালু রয়েছে।

স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ (রেগুলার অ্যান্ড এক্সিকিউটিভ) ও এমএ ইন ইংলিশ (রেগুলার অ্যান্ড ইভেনিং) প্রোগ্রাম চালু রয়েছে।

মেলা উপলক্ষে এ সব প্রোগ্রামে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ৫ থেকে ১০০ শতাংশ ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুইটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড় পাবেন। মুক্তিযোদ্ধার সন্তান এবং গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

এছাড়া ইইই (দিবা ও সান্ধ্যকালীন), সিএসই (সান্ধ্যকালীন), এলএলবি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এমবিএ এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের আওতায় চার বছরের জন্য নির্ধারিত ন্যূনতম টিউশন ফি-তে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া ও গুলশান ভর্তি অফিসে একযোগে ভর্তি মেলা চলবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড