• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবির ভর্তি পরীক্ষায় ২৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য

  বেরোবি প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ২১:৪৫
বেরোবি
ক্যাম্পাস প্রাঙ্গণে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পদচারণা (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ২৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ১ হাজার ৩১৫টি সিটের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছিল ৭৭ হাজার ৭২৪টি। প্রতি আসনে লড়াই করেছেন ৬০ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) ২০ হাজার ৭৯২ জনের বিপরীতে কৃতকার্য হয়েছে ৯ হাজার ৪৮৮ জন। ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২৩ হাজার ৯২ জনের বিপরীতে কৃতকার্য হয়েছে ৭ হাজার ৩৩৭ জন। ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৯ হাজার ৮৭৫ জনের বিপরীতে কৃতকার্য হয়েছে ১ হাজার ৩৫১ জন।

এছাড়াও ‘ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৮ হাজার ৮৬০ জনের বিপরীতে ২ হাজার ৩৭৯ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৬ হাজার ৯১৫ জনের বিপরীতে ২৪৯ জন এবং ‘এফ’ ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৮ হাজার ১৯০ জনের বিপরীতে ১ হাজার ২৬৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড