• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাভাবিপ্রবিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের র‌্যাগ ডের উদ্বোধন

  মাভাবিপ্রবি প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৯, ২০:২২
মাভাবিপ্রবি
র‍্যাগ ডে উপলক্ষে আনন্দ শোভাযাত্রা (ছবি : দৈনিক অধিকার)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘চিত্ত হয়েছে মত্ত এবার, ১২ সেজেছে বৃত্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের (বৃত্ত-১২) শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব (কেন্দ্রীয় র‌্যাগ ডে) শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এই র‌্যাগ ডে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। এরপর একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী উৎসবের ১ম দিন ১৯ নভেম্বর আনন্দ শোভাযাত্রা, রঙ খেলা, ফানুস উড়ানো এবং ২০ ও ২১ নভেম্বর ২ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যাগ ডে উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিনই রঙ খেলা ও হৈ-হুল্লোড়ে মেতে থাকেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড