• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবিতে নীল দল গঠনের প্রস্তুতি সভা

  নোবিপ্রবি প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৮
নোবিপ্রবি
নীল দল গঠনের প্রস্তুতি সভা (ছবি : সংগৃহীত)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল গঠনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রীস অডিটোরিয়ামে এক সাধারণ সভায় প্রস্তাবটি পাশ হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আওয়ামীপন্থী শিক্ষকদের একত্রিত করার লক্ষ্যে নীল দল গঠন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘সকলের সম্মতিতে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের নিয়ে গঠিত নীল দলের ব্যানারে ২০২০ সালে শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন এবং এই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেন।

অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক মো. মজনুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড