• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন গবেষণাগারের উদ্বোধন

  ববি প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৩
বরিশাল বিশ্ববিদ্যালয়
গবেষণাগার উদ্বোধন করছেন ববি উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রসায়ন বিভাগের জন্য নতুন একটি গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিভাগের তৃতীয় গবেষণাগার হিসেবে অ্যাকাডেমিক ভবনের নিচতলায় এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। জানা যায়, নতুন এ গবেষণাগারে শিক্ষার্থীরা ফিজিক্যাল, অর্গানিক ও নন-অর্গানিক রসায়নের প্রাথমিক গবেষণা সম্পন্ন করতে পারবে।

গবেষণাগার উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, ‘যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে গবেষণার কোনো বিকল্প নেই। সেটারই ধারাবাহিকতায় এই গবেষণাগারের কার্যক্রম শুরু করলাম। অন্যান্য বিভাগ থেকে যদি গবেষণাগার নির্মাণের প্রয়োজন পত্র আমার কাছে আসে আমি সেগুলো সর্বাধিক গুরুত্ব সহকারে দেখব।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক ড. নাজমুল কায়েস, ড. হালিমা বেগম, প্রভাষক মাহমুদুল হাসান, ফারজানা আক্তার, প্রিয়াংকা বণী প্রমুখ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড