• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টামফোর্ডে বিজেএসসির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  স্টামফোর্ড প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ১৪:৩৩
প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কেক কেটে বিজেএসসির প্রতিষ্ঠাবার্ষিকী পালন (ছবি : সংগৃহীত)

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে বিজেএসসির স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদ।

এ সময় উপস্থিত ছিলেন- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, দিলশাদ হোসেন দুদল, বিজেএসসির স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছাইফুল ইসলাম মাছুম, বর্তমান সভাপতি আমিনুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক হাসান ওয়ালী।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিজেএসসি স্টামফোর্ড সংসদের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে শাওন, শাহিদা খান, মাজহারুল ইসলাম তামিম, কার্যকরী সদস্য তানভীর সিদ্দিক টিপু, সদস্য পল্লব, জাওয়াদ, আফরোজা প্রমুখ।

সারাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বিজেএসসির আগামী দিনের সাফল্য কামনা করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান বলেন, ‘তোমাদের পড়ালেখার পাশাপাশি সাংগঠনিকভাবেও নিজেদের দক্ষ করে তুলতে হবে। সংগঠন করলে দক্ষতা বাড়ে। তোমরা এগিয়ে যাও। শুভ কামনা তোমাদের জন্য।’

প্রসঙ্গত, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) সারাদেশের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন। বর্তমানে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজেএসসির সঙ্গে যুক্ত রয়েছে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড