• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে হামলার ঘটনায় ৬ শিক্ষার্থী বহিষ্কার

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ১৫:০০
বশেমুরবিপ্রবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য নাসিরউদ্দিনের অপসারণ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে ৫ শিক্ষার্থীকে স্থায়ী অ্যাকাডেমিক বহিষ্কার ও একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নূরউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততা প্রতীয়মান হওয়ায় স্থায়ী অ্যাকাডেমিক বহিষ্কৃত ৫ শিক্ষার্থী হলেন- রাফিজুল ইসলাম, নুরুদ্দীন নাহিদ, আরিফুল ইসলাম সাকিব, মাজহারুল ইসলাম মিশন, রাহাত আল আহসান। এছাড়া ইসমাইল শেখ নাম আরও এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত ৬ শিক্ষার্থীই ম্যানেজমেন্ট বিভাগের বলে জানা যায়।

উল্লেখ্য, উপাচার্য বিরোধী আন্দোলনে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ৫ নভেম্বর এই ছয় শিক্ষার্থীকে শোকজ নোটিশ প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ দৈনিক অধিকারকে জানান, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে ২০ অক্টোবর গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই বহিষ্কার আদেশ প্রদান করা হয়েছে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড