• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবির ‘সি’ ইউনিটে ৮৮ শতাংশই ফেল

  ইবি প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ০৯:২০
ইবি
আনুষ্ঠানিকভাবে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ (ছবি : দৈনিক অধিকার)

২০১৯-২০ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের মুখ দেখেনি ৮৮ শতাংশ ভর্তিচ্ছু। পরীক্ষায় পাসের হার ১২ দশমিক ০২ শতাংশ।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এসএম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অ্যাক্যাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস শহীদ মিয়া, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান কাজী আখতার হোসেন প্রমুখ।

ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান জানান, এ বছর ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে মোট ৭৭২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে মোট ৯২৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪৫০ জনকে মেধাতালিকায় রাখা হয়েছে। বাকি ৪৭৯ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় পাসের ওপর ভিত্তি করে এ মেধাতালিকা প্রকাশ করা হয় বলে জানান তিনি।

গেল ৪ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬টি বিভাগের মোট ৪৫০টি আসনে ৮ হাজার ৯৩০ জন আবেদন করেন।

ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড