• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন

  বেরোবি প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৯, ২১:১১
পরীক্ষার হল
পরীক্ষার হলে বেরোবি উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) 'ডি' এবং 'ই' ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৪টি শিফটে 'ডি' এবং 'ই' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

'ডি' ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ২৮০টি আসনের বিপরীতে আট হাজার ৮৬০ জন এবং (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) 'ই' ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ৬ হাজার ৯১৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

ভর্তিচ্ছুক পরীক্ষার্থীরা বলেন, আমরা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পেরেছি। পরীক্ষার রুমে কোনো রকম দুর্ভোগ পোহাতে হয়নি।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, গেল রবিবার (১০ নভেম্বর) 'এ' ইউনিটের মধ্যদিয়ে চার দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়। ১২ নভেম্বর 'বি' ইউনিট এবং ১৩ নভেম্বর 'সি' ও 'এফ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ১৩১৫টি আসনের বিপরীতে মোট ৭৭ হাজার ৭২৪ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী অংশ নেয়।

ভর্তি পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড