• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সে ভর্তি পরীক্ষা কাল

  বুটেক্স প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৯, ১৩:০৭
বুটেক্স
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এতে অংশ নেবেন ৮ হাজার ২০৩ জন ভর্তিচ্ছু।

পূর্বে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হলেও গতবছর থেকে লিখিত আকারে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ দিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ক্যাম্পাসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটি কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো- বুটেক্স, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা সিটি কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।

এর মধ্যে বুটেক্সের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নেবেন ১ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী (রোল নম্বর ১৬৭০১ থেকে ১৮২০৩ পর্যন্ত)।

ধানমন্ডির ঢাকা সিটি কলেজে ২ হাজার ৪০০ জন (রোল নম্বর ১৪৩০১ থেকে ১৬৭০০ পর্যন্ত), বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ২ হাজার ২০০ জন (রোল নম্বর ১২১০১ থেকে ১৪৩০০) এবং বুটেক্সের পাশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২ হাজার ১০০ জন (রোল নম্বর ১০০০১ থেকে ১২১০০ পর্যন্ত) পরীক্ষায় অংশ নেবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড