• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজেএসসির সমাজসেবা সম্পাদক মানারাতের হামিম

  এমআইইউ প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ২২:৪০
বিজেএসসি
মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাব হামিম (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মানারাত বিশ্ববিদ্যালয় বিজেএসসির শাখার সেক্রেটারি মাহতাব হামিম।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি) যাত্রা শুরু করে। ‘একতাই বল, যোগাযোগই সম্বল’ এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে।

এর ধারাবাহিকতায় বুধবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিজেএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক বিজেএসসির নতুন কমিটি ঘোষণা করেন।

বিজেএসসির নতুন নেতৃত্বে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গাজী মোহাম্মদ হীরক ও ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাবিদ হাসান ফাহিম।

আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ (২০১৯-২০২০) এর আংশিক এ কমিটির অনুমোদন দেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। ২১ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠন করতে বলা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মারুফ হাসান ত্বোহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মো. মুশফিকুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; এম এম মুজাহিদ উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; রিজভী আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি হৃদয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; মো. সাইফুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; বিকাশ মল্লিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; তেহসিন আশরাফ প্রত্যয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত বাশার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়; আমিনুর রহমান হৃদয়, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ; অর্পণ সরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ মোদাচ্ছির হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; আহাদুল ইসলাম অরিক, বরিশাল বিশ্ববিদ্যালয়; আতিকুর রহমান মওদুদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, দপ্তর সম্পাদক হাসান ওয়ালী, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ; প্রচার সম্পাদক হেদায়েতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রকাশনা সম্পাদক তাওসিফ আবদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; আইটি সম্পাদক কাওছার আহমেদ রোহান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ; সমাজ সেবা সম্পাদক মো. মাহতাব হামিম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড