• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবির সহকারী প্রক্টরের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ২২:০৩
বশেমুরবিপ্রবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর হুমায়ূন কবিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বিদেশী শিক্ষার্থী সুমি শিং এই অভিযোগ করেন।

বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নুরুদ্দীন বরাবর লিখিত অভিযোগ পত্র জমা দেন সুমি শিং। তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি ২০১৯ থেকে হুমায়ূন কবির স্যার আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে থাকে এবং খুব খারাপভাবে ম্যাসেজিং করতে থাকে।

এ বিষয়ে জানতে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দীন আহমেদ দৈনিক অধিকারকে বলেন, ‘মেয়েটি আমার নিকট অভিযোগ পত্র দিয়েছে এবং তা বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন সেলে ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি।’

এ ব্যাপারে অভিযোগকারী সুমি শিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন এবং এই বিষয়ে বক্তব্য দিতে অসম্মতি জানান।

অন্যদিকে অভিযুক্ত শিক্ষক হুমায়ূন কবির বলেন, ‘সাবেক ভিসি নাসিরউদ্দিনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা হওয়ার পরে আমি তার বিপক্ষে দাঁড়াই এবং সর্বশেষ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চক্রকে হাতেনাতে ধরি এই সব মিলিয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে বিদেশি শিক্ষার্থীদের তত্ত্বাবধানে দায়িত্বরত ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন বলেন, ‘হুমায়ূন স্যারের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি আমি আগে থেকেই অবগত ছিলাম। এ ব্যাপারে আমি তাকে সতর্ক করেছিলাম তবে সে (সুমি শিং) বলেছিল হুমায়ূন স্যারের পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড