• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রঙ-তুলির ছোঁয়ায় ৩শ মিটারের স্বাগত বার্তা

  জাককানইবি প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ২১:৪২
জাককানইবি
চলছে আলপনা আঁকার কাজ (ছবি : দৈনিক অধিকার)

আসন্ন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রথম বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৩শ মিটার দীর্ঘ আলপনা অঙ্কনের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচ (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ‘তারুণ্য-১৩’ এর আয়োজনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে জয় বাংলা মোড় থেকে পুরাতন চেকপোস্ট পর্যন্ত প্রায় ৩শ মিটার দীর্ঘ পাকা সড়কে আলপনার কাজ শুরু হয়। দিনে রাস্তায় যান চলাচলের ব্যস্ততা থাকায় রাতভর আঁকা হচ্ছে রঙ-বেরঙের আলপনা। আয়োজকদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ব্যাচ ভিত্তিক আলপনা আঁকার কার্যক্রমে তারাই প্রথম। ১৩তম ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় চলে এই অঙ্কন কার্যক্রম।

ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাতভর হৈ-হুল্লোড়ে চলে আলপনা আঁকার কার্যক্রম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও তাদের সহযোগিতা করছে, কেউ কেউ আবার হাতে তুলি নিয়ে ছবি তুলছেন।

১৩তম ব্যাচের পক্ষ থেকে তপু আহমেদ জানান, ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের চোখে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। যেহেতু আমরাই প্রথম সকল ডিপার্টমেন্ট সম্মিলিতভাবে একত্রে আলপনা আঁকার সিদ্ধান্ত নিয়েছি তাই আমরা চাইবো পরবর্তীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড