• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শর্ত দিয়ে জাবির উপাচার্য বিরোধী আন্দোলন স্থগিত

  জাবি প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ১৯:০৬
জাবি
শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল আবাসিক হল ২১ নভেম্বরের মধ্যে খুলে দেওয়ার আল্টিমেটাম জানিয়ে উপাচার্য বিরোধী আন্দোলন স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আল্টিমেটাম না মানা হলে ২২ নভেম্বর থেকে টানা কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আন্দোলনের সংগঠক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘হামলায় প্রত্যক্ষ মদদ দেওয়ার অপরাধে উপাচার্যের উপাচার্য পদে আসীন থাকার অধিকার নেই। তিনি শুধু হামলার নির্দেশ দিয়ে হাজারো শিক্ষার্থীর দুর্ভোগ উপেক্ষা করে শুধু নিজের গদিকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘রাষ্ট্র এবং প্রশাসনের নিকট উপাচার্যের দুর্নীতি সংশ্লিষ্টতার পর্যাপ্ত তথ্য উপাত্ত ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে তদন্তের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। শুধু আর্থিক কেলেঙ্কারি নয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়া, অদক্ষ-অযোগ্য ভারপ্রাপ্ত প্রশাসন দিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ বাধাগ্রস্ত করা, সিনেট পূর্ণাঙ্গ না করাসহ বিভিন্ন কারণে এই মুহূর্তে উপাচার্যের অপসারণ জরুরি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সকলের একান্ত দাবি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আন্দোলনের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক খবির উদ্দীন, বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু, ছাত্র ইউনিয়নের সহসভাপতি অলিউর রহমান সান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম প্রমুখ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড