• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হলো নাটক ‘ইনডেমনিটি’

  ঢাবি প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ১৬:২৬
ঢাবি
নাটক ‘ইনডেমনিটি’ (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওতাধীন বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হলো নাটক ‘ইনডেমনিটি’। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই নাটক মঞ্চায়িত করা হয়।

সর্বসাধারণের কাছে সহজভাবে ইনডেমনিটির কালো অধ্যায় তুলে ধরার জন্য ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ বিভিন্ন পর্যায়ে প্রতিটি অঞ্চলে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে।

প্রদর্শিত নাটকে দেখানো হয় কীভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় এবং হত্যার পর ‘ইনডেমনিটি’ বা ‘দায়মুক্তি’ অধ্যাদেশের মাধ্যমে ১৫ আগস্ট ১৯৭৫ সালে হত্যাকাণ্ডকে কীভাবে বৈধতা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকটি প্রদর্শনীর সময় নাট্যকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার মাত্র ৪১ দিন পর ২৬ সেপ্টেম্বর জারি করা হয় ‘ইনডেমনিটি’ বা ‘দায়মুক্তি’ আইন অধ্যাদেশ। যার মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড