• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে ৫ম নন-ফিকশন বইমেলা শুরু

  ঢাবি প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ১০:৪৯
ঢাবি
৫ম নন-ফিকশন বইমেলার উদ্বোধন (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা অনুষদ এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ৫ম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ চত্বরে এ মেলা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

এ সময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ ঢাবির সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন-ফিকশন বইমেলার আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এ মেলা বই কেনা ও বই পড়ার প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ৫ম নন-ফিকশন বইমেলায় দেশের ২৬টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলায় সব বইয়ে ৩০ ভাগ মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ১৪ নভেম্বর বইমেলা শেষ হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড