• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে ‘সি’ ও ‘এফ’ ইউনিটের ভর্তিযুদ্ধ শুরু

  বেরোবি প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ০৯:১৪
বেরোবি
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বাণিজ্য অনুষদ) ও ‘এফ’ (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) ইউনিটের ১ম শিফটের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। আগের মতো আজও (১৩ নভেম্বর) চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৮৭৫টি। এই ইউনিটে আসন রয়েছে ২৪৫টি। প্রতি আসনে লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু।

‘এফ’ ইউনিটে (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) আবেদন করেছেন ৮ হাজার ১৯০ জন ভর্তিচ্ছু। এতে আসন রয়েছে ১২০টি। প্রতি আসনে লড়বেন প্রায় ৬৯ জন ভর্তিচ্ছু।

পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বহন করা যাবে না।

গেল ১০ নভেম্বর ‘এ’ ইউনিট (কলা অনুষদ) এবং ১২ নভেম্বর ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ ১৪ নভেম্বর ‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ইঞ্জিনিয়ারিং অনুষদের (ই ইউনিট) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড