• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাবি পূরণের আশ্বাসের পরও আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা (ভিডিও)

  বাকৃবি প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৯, ১৯:৫৩
বাকৃবি
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন বাকৃবি উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানো, স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন, পরীক্ষা পেছানোকে কেন্দ্র করে ডিন অফিসে বিশৃঙ্খলাকারীদের শাস্তি প্রত্যাহারসহ নয় দফা দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন করেন ওই শিক্ষার্থীরা। পরে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান উপস্থিত হয়ে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে তাৎক্ষণিকভাবে নতুন দাবি হিসেবে ভেটেরিনারি অনুষদের ডিনের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। এ দিকে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের কারণ উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে কয়েকটি লেভেলের সোমবার ও মঙ্গলবারের ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও মালয়েশিয়ার নাগরিক হারানি জানাকি রামান অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিতে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলে সেটি পাওয়া যায়নি। ওই সময় আরেক রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ময়মনসিংহ শহরে অবস্থান করছিল। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। রামানের সহপাঠীরা অটোরিকশায় করে তাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যান। রামান শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে রামান মারা যান।

ওই শিক্ষার্থীর মৃত্যুর ইস্যুকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানো, স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়ন, সার্বক্ষণিক ডাক্তারের উপস্থিতিসহ কয়েক দফা দাবি নিয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। একই দাবি নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে রাস্তা অবরোধ করেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য উপস্থিত হয়ে যৌক্তিক দাবিসমূহ দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তখন অনুষদের ডিন অধ্যাপক মো. নাজিম আহমাদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে উপাচার্যকে বলেন, ‘এই ডিন শিক্ষার্থীবান্ধব নন। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হয়রানি করেছেন। অনৈতিকভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভেটেরিনারি অনুষদের জানুয়ারি/জুন-২০১৯ স্নাতক চূড়ান্ত পরীক্ষা পেছানোকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থী ডিন অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ডিনসহ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ১৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, ‘পরীক্ষা না পেছানো এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় বেশ কিছু শিক্ষার্থীর শাস্তিমূলক ব্যবস্থা হওয়ায় অনেকেই ডিনের ওপর ক্ষুব্ধ হয়েছেন। শাস্তি প্রত্যাহারের দাবিতে তারা বিভিন্ন ভাবে ডিনকে চাপ প্রয়োগ করলেও তিনি শাস্তি প্রত্যাহার করেন নি। এ কারণেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।’

ভেটেরিনারি অনুষদের ডিন নাজিম আহমাদ বলেন, ‘শিক্ষার্থীরা কেন পদত্যাগ চাচ্ছে তা আমার বোধগম্য নয়। শাস্তিমূলক কারণ ছাড়া কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড