• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের শিক্ষাবৃত্তি পেল নর্দানের ২২ শিক্ষার্থী

  ক্যাম্পাস ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ১৮:৩০
শিক্ষা বৃত্তি
অতিথিদের সঙ্গে চীনের শিক্ষাবৃত্তি পাওয়া ২২ শিক্ষার্থী (ছবি : সংগৃহিত)

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ২২ শিক্ষার্থী পেলেন চীনের শিক্ষাবৃত্তি। তারা শতভাগ স্কলারশিপ নিয়ে নান্টং কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ালেখার জন্য গিয়েছেন।

বৃত্তিপ্রাপ্ত ২২ শিক্ষার্থীদের জন্য বিদায় পূর্ববর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ ড. কাজী শাহাদাত কবির প্রমুখ।

প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে বলেন, ‘এই সুযোগ কাজে লাগিয়ে ভালো রেজাল্ট অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ থেকে শুধু নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরাই প্রতি বছর এই শিক্ষাবৃত্তি পেয়ে থাকেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড