• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজে বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা

  জিটিসি প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ১৫:২৩
দোয়া মাহফিল
তিতুমীর কলেজে অনুষ্ঠিত দোয়া মাহফিল (ছবি : সংগৃহীত)

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর বাইতুল মোশাররফ জামে মসজিদের খতিব- মুফতি নাসিরুদ্দিন কাসেমী। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এইদিনে পৃথিবীতে এসেছিলেন। আবার এই দিনেই তিনি পৃথিবী ত্যাগ করেন। তিনি মানবতার মহান আদর্শ ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন। নানা সংকট প্রতিকূলতা পাড়ি দিয়ে তিনি জীবদ্দশায় তার লক্ষ্য প্রতিষ্ঠা করেন। এজন্য জীবনে শত প্রতিকূলতা সত্ত্বেও নিজের লক্ষ্য বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাওয়াই মহানবী (সা.) এর শিক্ষা। আমাদের জীবনে এই শিক্ষার বাস্তবায়ন অপরিহার্য।’

সভাপতির বক্তব্যে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন বলেন, ‘জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের হযরত মুহাম্মাদ (সা.) এর মতো ধৈর্যশীল, পরিশ্রমী, ত্যাগী ও খোদাভীরু হতে হবে। তবেই আমাদের পার্থিব ও পরকালীন জীবন পূর্ণতা পাবে, সফল হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ ড. মোছা. আবেদা সুলতানা, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড