• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সডিসি পাবলিক স্পিকিং কম্পিটিশনে সেরা ৫

  বুটেক্স প্রতিনিধি

০৯ নভেম্বর ২০১৯, ২০:৪৯
বুটেক্স
অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের (বুটেক্সডিসি) উদ্যোগে অনুষ্ঠিত পাবলিক স্পিকিং কম্পিটিশনে শ্রেষ্ঠ হয়েছে ৪৫তম ব্যাচের ৫ শিক্ষার্থী। তারা হলেন- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিষেক পল, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ও রেহেনুমা, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জাকারিয়া ও আল রুবাহিদ। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৭৮ নম্বর পান প্রত্যেকেই।

শনিবার (৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সর্বমোট ৫টি ভেন্যুতে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। এতে নির্দিষ্ট বিষয়ের পক্ষে-বিপক্ষে ব্যক্তিগত যুক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ বক্তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পাবলিক স্পিকিং কম্পিটিশনে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

এর আগে বেলা ১টার দিকে ওয়ার্কশপের আয়োজন করে বুটেক্সডিসি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্স ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি রেদওয়ান আল হোসেইন। সেখানে বিতর্কের প্রয়োজনীয়তা, বিভিন্ন বিষয়ে নিজেকে চ্যালেঞ্জ করার তাৎপর্য তুলে ধরেন তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- বুটেক্স ডিসির বর্তমান সভাপতি জালাল মো. আশফাক, সাধারণ সম্পাদক মো. তানজিম হোসেইন আকিবসহ অন্যান্য সদস্যরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড