• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রতিবাদের ভাষায় পটচিত্র

  জাবি প্রতিনিধি

০৯ নভেম্বর ২০১৯, ২০:৪৬
জাবি
পটচিত্র নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বন্ধ ক্যাম্পাসেও চলছে আন্দোলন। প্রশাসনের সকল বাধা উপেক্ষা করে পটচিত্র অঙ্কনের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলা ও মানবিকী অনুষদ থেকে পটচিত্র অঙ্কনের ছবি হাতে নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও কলা অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে বিকাল ৪টা থেকে কলা অনুষদের সামনে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। পরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদী পটচিত্র অঙ্কনের ছবি দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এ ব্যাপারে চিত্রাঙ্কন শিল্পীরা বলেন, ‘চিত্রাঙ্কন হলো আমাদের প্রতিবাদের একটি ভাষা। যা মুখে এত দিন বলে আসা হচ্ছিল আজ তা রং ও তুলির মাধ্যমে প্রকাশ ঘটেছে।’

পটচিত্রে প্রতিবাদের সুর (ছবি : দৈনিক অধিকার)

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শান্ত জানান, ‘রঙের মধ্য দিয়ে ভিসির দুর্নীতির নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। প্রকাশ পেয়েছে আমাদের অব্যক্ত কথা। আমাদের চলমান আন্দোলনের ঘটনাগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।’

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তানজিদা শহিদ এ বিষয়ে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্যের চরিত্রকে চিত্রের মাধ্যমে তুলে ধরছি। তার দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নিপীড়কদের প্রশ্রয়, শিক্ষাকে ব্যবসা ইত্যাদি অঙ্কিত হচ্ছে এ চিত্রের মাধ্যমে।’

এ বিষয়ে আন্দোলনের আহ্বায়ক ও দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘উপাচার্যের দুর্নীতি, অনিয়মের বিভিন্ন দিক এই পটচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই দুর্নীতিবাজ উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।’

জাবি শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমরা পটচিত্রের মাধ্যমে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করছি। এসব পটচিত্রে উপাচার্যের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ছাত্রলীগ দ্বারা আন্দোলনকারীদের ওপর হামলাসহ সব অনিয়ম তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এই অসৎ উপাচার্যের অপসারণ চাইছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড