• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইডেনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

  ক্যাম্পাস ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১২:২৪
সংঘর্ষ
ইডেন মহিলা কলেজ (ছবি : সংগৃহীত)

রাজধানীর ইডেন মহিলা কলেজের হলে ছাত্রলীগ নেত্রীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বহিরাগত থাকা নিয়ে শনিবার (৯ নভেম্বর) ভোরে কলেজটির শেখ ফজিলাতুন্নেছা হলে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ২১৯ নম্বর কক্ষে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রূপা নাবিলা নামের একজন বহিরাগত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে টাকার বিনিময়ে রাখতেন। এ ঘটনাকে কেন্দ্র করে হলে অন্য নেত্রীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রূপা তার অনুসারীদের নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় রূপা সাবিকুন্নাহার তামান্নার হাতে ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ দেন বলে জানা গেছে।

এ বিষয়ে লালবাগ থানার ওসি একেএম আশরাফ উদ্দিন গণমাধ্যমকে জানান, আমরা শুনেছি হলে মেয়েদের মধ্যে ঝামেলা হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড