• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

১২ নভেম্বর ইবিতে ভর্তির ফল প্রকাশ

  ইবি প্রতিনিধি

০৮ নভেম্বর ২০১৯, ২০:৩২
ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

আগামী ১২ নভেম্বর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ দৈনিক অধিকারকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, ইতোমধ্যে ভর্তি পরীক্ষার লিখিত উত্তরপত্রগুলো নিরীক্ষার কাজ চলছে এবং ১২ তারিখ থেকে পর্যায়ক্রমে ইউনিট ভিত্তিক ফল প্রকাশ করা হবে। ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাদের ফল দেখতে পারবেন।

এ বছর ৩৪টি বিভাগের ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২ জন আবেদনকারীর মধ্যে প্রায় ৯২ শতাংশ ভর্তিচ্ছুক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চার শিফটে চার ইউনিটে (এ, বি, সি,ডি) এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড