• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাদ পড়েছেন মানোন্নয়নে ভর্তিচ্ছুরা

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

  চবি প্রতিনিধি

০৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৯
চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টায় এই ফল প্রকাশ করা হয়। এতে অংশগ্রহণকারী ৪৪ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।

এ দিকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক মানোন্নয়ন পরীক্ষা দিয়ে চবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা গতবছর যোগ্য ছিল ‘ডি’ ইউনিটের ফলে তাদের বাদ দিয়েছে কর্তৃপক্ষ। তাদের ফলে ‘অ্যাবসেন্ট অর ক্যানসেল্ড’ দেখাচ্ছে। এর আগে ঘোষিত অন্যান্য ইউনিটের ফলে তাদের নাম মেধাতালিকায় এসেছিল। এই বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আন্দোলন করছেন ভর্তিচ্ছুরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার রেজিস্ট্রার এসএম আকবর হোছাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ন্যাশনাল কারিকুলামের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানোতে কারিগরি ত্রুটির কারণে ফল প্রকাশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ৬ নভেম্বর পুনরায় এ মাধ্যমের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এতে ২০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড