• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যাম্পাসে স্থান মেলেনি, চট্টগ্রাম প্রেসক্লাবে ভর্তিচ্ছুদের মানববন্ধন

  চবি প্রতিনিধি

০৭ নভেম্বর ২০১৯, ২২:২০
ভর্তিচ্ছুদের মানববন্ধন
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ভর্তিচ্ছুদের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মানোন্নয়ন দিয়ে মেধাতালিকায় সুযোগ পাওয়া ভর্তিচ্ছুরা চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়স্থ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ৷ ক্যাম্পাসে তাদেরকে অবস্থান নিতে না দেওয়ায় প্রেসক্লাবে এসে কর্মসূচি পালন করতে হয়েছে বলে অভিযোগ করেন ভর্তিচ্ছুরা৷

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩ টায় এ কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নিতে চাইলে তাদেরকে তুলে দেওয়া হয়। এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইডি কার্ড ছাড়া কেউ যাতে ডুকতে না পারে প্রক্টরের পক্ষে থেকে সে বিষয়ক ঘোষনা মাইকিং করা হয়। ঘোষনায় বলা হয়, বর্তমান শিক্ষার্থী সবাই যাতে আইডি কার্ড সাথে রাখে। এছড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়৷

এ অবস্থায় ভর্তিচ্ছুরা কোনোভাবে ভেতরে ডোকার সুযোগ না পেয়ে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে অবস্থান নেন। এবং পরে নগরীর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ইমাম হোসেন হৃদয় দৈনিক অধিকারকে জানান, ‘আমাদেরকে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কোথাও বসতে দেয়া হয়নি। আমরা কয়েকজন প্রতিনিধি এ ব্যাপারে কথা কথা বলতে গেলে একাডেমিক শাখার রেজিস্টার এসএস আকবর হোছাইন আমাদের সাথে কথা বলেননি। উল্টো ওনার লোকজন দ্বারা আমাদেরকে ধমকান। এবং পরে আমাদের একটা মাইক্রো করে অপরিচিত একটি রাস্তা দিয়ে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে নামিয়ে দেন!’

এ ব্যাপারে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার রেজিস্ট্রার এসএম আকবর হোসাইনের ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরীকে ফোন দিলে তিনিও কল রিসিভ করেন নি।

পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের অবস্থানের ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

উল্লেখ্য, মানোন্নয়ন দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে তৈরি হওয়া জটিলতায় গত ৪ তারিখ মানববন্ধন করেন ভর্তিচ্ছুরা। পরে গতকাল (৬ নভেম্বর) কোর কমিটির সভার পর তাদেরকে বলা হয় তারা স্বাভাবিক প্রক্রিয়ায় বিষয় পছন্দ দিতে পারবে এবং পরবর্তীতে ভর্তি হতে পারবে কিনা তা চূড়ান্ত বলা যাচ্ছেনা৷ এ ঘোষণাকে 'অস্পষ্ট' দাবি করে তাদেরকে ভর্তির নিশ্চয়তা দিয়ে লিখিত নোটিশ দাবি করেন ভর্তিচ্ছুরা। এবং গতকাল রাত পৌনে আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তারা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড