• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৭ ডিসেম্বর

  ববি প্রতিনিধি

০৭ নভেম্বর ২০১৯, ১৩:২২
ববি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পুনরায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর এবং ‘ক’ ইউনিটের পরীক্ষা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন ভর্তি পরীক্ষার বিষয়টি আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর এবং ‘ক’ ইউনিটের পরীক্ষা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে আর্থিক ক্ষমতাপ্রাপ্ত কেউ না থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।

এ বছর ববির ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে ছয়টি অনুষদের অধীনে ২৪টি বিভাগের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৯ হাজার ৯৫৬ জন। আসন প্রতি লড়বেন ৩৫ জন ভর্তিচ্ছু।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড