• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘অস্পষ্ট’ সিদ্ধান্তে অনিশ্চয়তায় চবিতে ভর্তিচ্ছুরা

  চবি প্রতিনিধি

০৬ নভেম্বর ২০১৯, ২২:৪০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রশাসনিক ভবনের সামনে ভর্তিচ্ছুদের অবস্থান (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে ভর্তিচ্ছুদের ভর্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আন্দোলন করছেন ভর্তিচ্ছুরা। প্রথমে গত সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন করেন তারা।

বুধবার (৬ নভেম্বর) এ বিষয়ে দুপুর ২ টার দিকে আলোচনায় বসে কোর কমিটি। সভা শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হয় শিক্ষার্থীরা যেন স্বাভাবিক প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ সামনের প্রক্রিয়া হচ্ছে মেরিট অনুযায়ী বিষয় পছন্দ। সেটি যেনো তারা করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার রেজিস্ট্রার আকবর হোছাইন আন্দোলনরতদের বলেন, ‘তোমরা বিষয় নির্বাচনের সুযোগ পাচ্ছ। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় তোমরা ভর্তি হতে পারবে না কি পারবে না তা পরবর্তীতে জানতে পারবে।’

এ সিদ্ধান্তকে ‘অস্পষ্ট’ বলে দাবি করেন আন্দোলনকারী ভর্তিচ্ছুরা। তারা বলছেন, ‘এটা আমাদেরকে আগে থেকে বলে আসছেন। আমরা এ কথার ওপরে একটি লিখিত নিশ্চয়তা চাই। কারণ আগে আমাদের বলা হয়েছে যে, আমরা বিষয় পছন্দ করলেও ভর্তি হতে গেলে আমাদের বাদ দেওয়া হবে।’

এদিকে উপাচার্যের সম্মেলন কক্ষে কোর কমিটির জরুরি সভা চলার আগে থেকে ভুক্তভোগী ভর্তিচ্ছুরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন তাদের এ সিদ্ধান্ত জানান।

কিন্তু তারা যোগ্য বিবেচিত হবে কিনা এসএম আকবর হোছাইনের কাছে এমন প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেননি।

এদিকে সিদ্ধান্ত ঘোষণার পরও অবস্থান কর্মসূচি থেকে সরেনি ওই পরীক্ষার্থীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা। এর আগে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মা অজ্ঞান হয়ে পড়েন। তাকে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। ওই পরীক্ষার্থীর নাম সানজিদা ইয়াসমিন।

ভর্তিচ্ছুরা স্থান ত্যাগ না করলে অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও প্রক্টরিয়াল বডি বারবার এসে তাদের সরে যেতে বলেন। রাত পৌনে আটটার দিকে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে।

এ ব্যাপারে আন্দোলনকারী ভর্তিচ্ছু মিকাঈল এ প্রতিবেদককে জানান, ‘আমরা রাত হয়ে যাওয়ায় স্থান ত্যাগ করেছি। আমরা এ সিদ্ধান্ত মানি নি। আগামীকাল আবার আমরা অবস্থান কর্মসূচি পালন করবো।’

এ বিষয়ে কথা বলতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী দৈনিক অধিকারকে জানান, ‘আমরা তাদের বলেছি তারা যাতে ভর্তির স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী কার্যক্রম এগিয়ে নিয়ে যায়।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড