• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবির বিএমবি বিভাগের ল্যাব উদ্বোধন

  নোবিপ্রবি প্রতিনিধি

০৬ নভেম্বর ২০১৯, ২২:১৬
নোবিপ্রবি
বিএমবি বিভাগের ল্যাব উদ্বোধন (ছবি : সংগৃহীত)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. দিদার-উল-আলম এই ল্যাবের উদ্বোধন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. সেলিম হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকারসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘এই ল্যাব থেকে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা তাদের লেখাপড়া ও গবেষণায় অনেক উপকৃত হবে।’ দেশের কল্যাণে সেই গবেষণা কাজে লাগিয়ে মানুষ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘মানুষের সুবিধার জন্য ব্যবহৃত হয় না এমন আবিষ্কার এক ধরণের অপরাধ। তাই আমাদের গবেষণাগুলো যেনো মানুষের উপকারে আসে তার জন্য আমাদের কাজ করে যেতে হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড