• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিদ্ধান্ত শুনে ভর্তিচ্ছুদের অঝোর ধারায় কান্না!

  চবি প্রতিনিধি

০৬ নভেম্বর ২০১৯, ২২:১১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অঝোর ধারায় কাঁদছেন মেধাতালিকায় স্থানপ্রাপ্ত এক শিক্ষার্থী (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে ভর্তিচ্ছুদের ভর্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আন্দোলন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ভর্তিচ্ছুরা। এ বিষয়ে দুপুর ২টার দিকে আলোচনায় বসে কোর কমিটি। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার রেজিস্ট্রার আকবর হোছাইন আন্দোলনরতদের বলেন, ‘তোমরা বিষয় নির্বাচনের সুযোগ পাচ্ছ। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় তোমরা ভর্তি হতে পারবে না কি পারবে না তা পরবর্তীতে জানতে পারবে।’

এ সময় আন্দোলনকারীরা কান্নায় ভেঙে পড়েন। তদের কান্নায় তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্না করে করে এক ভর্তিচ্ছু তার এখানে মেধাতালিকায় সুযোগ পাওয়ার পেছনে কষ্টের গল্পটা বলতে থাকেন। তখন অনেকে হু হু করে কেঁদে ওঠেন। উপস্থিত অনেকের চোখেও তখন পানি দেখা যায়। দূর থেকে অভিভাবকরাও চোখ মোছেন।

তাদের এমন অবস্থায় আবার প্রশাসনিক ভবনে চলে আসেন অ্যাকাডেমিক শাখার রেজিস্ট্রার এসএম আকবর হোছাইনসহ সংশ্লিষ্টরা।

এ দিকে এ সিদ্ধান্তকে ‘অস্পষ্ট’ বলে স্থান ত্যাগ করেননি শিক্ষার্থীরা। পরে রাত পৌনে ৮টার দিকে তারা কর্মসূচি স্থগিত করে চলে যান।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড