• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ

  শিক্ষা ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৪
জাতীয় বিশ্ববিদ্যালয়
(ছবি : সংগৃহীত)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।

মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের অনলাইন ওয়েবসাইটে লগইন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি ফরম পূরণ করা যাবে । ৪৮৫ টাকা রেজিস্ট্রেশন ফিসহ চূড়ান্ত ফরমের প্রিন্ট কপি ২৪ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কলেজগুলো ১ম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করা হবে।

জানা গেছে, অনার্স ভর্তির মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু কোনো প্রার্থী আগের শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত-প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ অক্টোবর থেকে শুরু হবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড