• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গুতে ঢাবির আরও এক শিক্ষার্থীর মৃত্যু

  ক্যাম্পাস ডেস্ক

১২ আগস্ট ২০১৯, ০৩:১৩
ডেঙ্গু
ডেঙ্গুতে মারা যান ঢাবি শিক্ষার্থী রিফাত (ছবি: সংগৃহীত)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর। তার নাম রিফাত হোসেন। রবিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত।

রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি। তার বাড়ি গাজীপুর জেলায়।

জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে রিফাতকে আব্দুল্লাহপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার (১০ আগস্ট) তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে মারা যায় সে।

ঢাবিতে পরপর দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, 'এভাবে দুইজন শিক্ষার্থীর মৃত্যু সত্যিই অনেক কষ্টের। বিষয়টি শুনে অনেক খারাপ লাগছে।'

রিফাতের আগে ফিরোজ কবীর স্বাধীন নামে অপর এক ঢাবি শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

ওডি/এএন

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড