• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হামলার পর নিরাপত্তা শঙ্কায় ঢাবি শিক্ষার্থীরা

  অধিকার ডেস্ক    ০৩ জুলাই ২০১৮, ১৫:৩০

ছবি : ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তা সঙ্কটে ভুগছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন দায়িত্বহীনতার পরিচয়ে শিক্ষার্থীরা তাদের দায়িত্ব ছেড়ে দেয়ারও দাবি তুলেছেন।

মঙ্গলবার (৩ জুলাই) ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান।

এ সময় আন্দোলনকারীরা ‘ক্যাম্পাসে নিরাপত্তা দে নইলে পদ ছেড়ে দে’, ‘ছাত্রলীগের সন্ত্রাস থেকে শিক্ষা বাচাঁও,’ ‘আন্দোলনে ছাত্রলীগের হামলার বিচার চাই,’ ‘আন্দোলনের সাথে প্রহসন বন্ধ কর, যৌক্তিক সংস্কার কর,’ এমন নানা ফেস্টুন প্রদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নিরাপত্তা সঙ্কটে ভুগছে। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই তাদের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।

ছাত্রলীগের হামলায় প্রশাসন চুপ কেন এমন প্রশ্ন তুলে মানববন্ধনে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জাকারিয়া অনিমেষ বলেন, ‘গত দুইদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। তখন প্রশাসন চুপ ছিল। তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

এমন পরিস্থিতিতে তিনি মনে করেন, প্রশাসন নৈতিকভাবে যে জায়গায় আছে সেখানে থেকে চুপ করে থাকার কোনো অধিকার তাদের নেই।

প্রশাসনের ব্যর্থতার প্রসঙ্গ টেনে অনিমেষ আরও বলেন, প্রক্টর বলেছেন কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন। অথচ এদিকে গতকাল ছাত্রলীগের হামলার পর অনেকেই গুরুত্বর আহত হয়েছেন। কাউকে গুম করা হয়েছে। কারা অভিযোগ করবে। এগুলো প্রশাসন দেখে না।

সালমান ফারসি নামের আরেক শিক্ষার্থী বলেন, 'গত ১০ বছরে ছাত্রলীগের কেউ আহত হয়নি। তারা অন্যদের মারধর করে আহত করছেন। এতে তাদের কোনো বিচারও করে না প্রশাসন।'

ছাত্রলীগ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করে উম্মে হাবিবা বেনজির বলেন, 'গত দুইদিন ক্যাম্পাস খুলতে না খুলতেই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তিনি ছাত্রলীগের কর্মকাণ্ডকে আইয়ুব খানের এন এস এফকে ছড়িয়েছে বলে অভিযোগ করেন।'

প্রক্টরের বক্তব্যের সমালোচনা করে হাবিবা বলেন, 'প্রক্টর গত শনিবারের ঘটনায় বলেছেন ক্যাম্পাস ছুটি ছিল। তিনি কিছু জানতেন না। তার কাছে কেউ অভিযোগ করেনি। অথচ প্রক্টরের দায়িত্ব ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা।'

তিনি বলেন, ক্যাম্পাস ছুটি কি-না এ কথা বলার কোনো সুযোগ নেই প্রক্টরের। দায়িত্ব পালন করতে না পারলে তার পদত্যাগ করা উচিৎ।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড