• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির সিফাতকে বহিষ্কারের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ 

  নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই ২০১৯, ০০:২০
শিক্ষার্থীদের বিক্ষোভ
সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ( ছবি : দৈনিক অধিকার )

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করায় ঢাবি শিক্ষার্থী সিফাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে পুরানো ঢাকার সদরঘাট এলাকায় এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

কর্মসূচির শুরুতে কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মূল ফটকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে সোহরাওয়ার্দী কলেজে, ঢাকা কলেজ ও তিতুমীর কলেজর শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। এরপর প্রায় দুই ঘণ্টা সদরঘাট গামী রাস্তা অবরোধ করে রাখে তারা। যার ফলে ওই এলাকার সকল যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে গত রবিবার (২১ জুলাই) ঢাবির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সাত কলেজকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেন ঢাবির শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাত। তার সঙ্গে স্লোগান দেন সাধারণ শিক্ষার্থীরাও। সিফাতের এমন একটি ভিডিও দ্রুত সোশাল মিডিয়াতে ভাইরাল হয়। এরপর থেকেই ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করতে থাকে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঢাবি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। কিন্তু তাই বলে আমাদের সাত কলেজকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার অধিকার ঢাবি শিক্ষার্থী সিফাতের নেই। হয় সিফাতকে ক্ষমা চাইতে হবে অন্যথায় সিফাতকে ঢাবি থেকে বহিষ্কার করতে হবে। এছাড়া সিফাতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, আন্দোলন শেষে ঢাবি শিক্ষার্থী সিফাতের কুশপুত্তলিকা দাহ করে অবরোধ কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।

ওডি/এসএএফ

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড