• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহের সেরা ১২ কলেজে জিপিএ-৫ পেয়েছে ১১৩৭ জন

  ময়মনসিংহ প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ২০:১৬
এইচএসসি ফল প্রকাশ
এইচএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের ( ছবি : দৈনিক অধিকার)

এ বছর ময়মনসিংহ জেলার অন্যতম সেরা ১২ কলেজ থেকে ১ হাজার ১৩৭জন জিপিএ-৫ পেয়েছে। তবে সেরা কলেজগুলোতে এবার জিপিএ-৫ এর সংখ্যা গতবারের চেয়ে কমেছে।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৫২৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫২৪ জন জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন, পাসের হার ৯৯ দশমিক ৪৩ শতাংশ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ১ হাজার ২৭২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২৫জন, পাসের হার ৯৮ দশমিক ৯০ শতাংশ।

সরকারি মুমিনুন্নিসা কলেজে ৯৯৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭৮জন। জিপিএ-৫ পেয়েছে ২৮৯, পাসের হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। সরকারি আনন্দ মোহন কলেজে ৯৯২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৩, পাসের হার ৯৫ দশমিক ১৬ শতাংশ।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ৮৩২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯, পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। নগরীর নটরডেম কলেজে ১ হাজার ১৪১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ০৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৫, পাসের হার ৯৫ দশমিক ৭৯ শতাংশ। এ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৪৬৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৪ জন জিপিএ-৫ পেয়েছে সাতজন, পাসের হার ৯৪ দশমিক ৬৭ শতাংশ।

ফুলবাড়ীয়ার আছিম শাহাবুদ্দীন কলেজে ৭৩২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৮৮ জন জিপিএ-৫ পেয়েছে ৩৪, পাসের হার ৯৩ দশমিক ৯৯ শতাংশ। আলমগীর মুনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজে ৭৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১১, পাসের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ। শম্ভুগঞ্জ জিকেপি কলেজে ৩৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে দুজন, পাসের হার ৮৪ দশমিক ৬৮ শতাংশ।মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৭৪৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২৫ জন জিপিএ-৫ পেয়েছে নয়জন, পাসের হার ৮৩ দশমিক ৬৭ শতাংশ। আকুয়ায় ময়মনসিংহ সরকারি কলেজে ৭৭৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২৩ জন। জিপিএ-৫ পেয়েছে আটজন, পাসের হার ৮০ দশমিক ৪৯ শতাংশ।

ওডি/এফইউ

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড