• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  ববি প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ২০:৪২
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ এপ্রিল) ও শনিবার (২০ এপ্রিল) ছুটির দিনে আন্দোলনের অংশ হিসেবে প্রতিবাদী এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার শুক্রবার বিকালে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। এরপর শনিবার অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল খেলা।

টুর্নামেন্টে মোট ৮টি দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা খেলায় অংশগ্রহণ করে।

দলগুলো হচ্ছে-

১. হক বাবা রাইডার্স

২. হাসিনুর হারিকেন্স

৩. দালাল ডায়নামাইট

৪. ভিসি ভ্যাম্পায়ারস

৫. ইমামুল ভাইকিংস

৬. বুইড়া বুলস

৭. রেজিস্ট্রার ব্ল্যাক ক্যাপস

৮. অবাঞ্ছিত ডেভিলস

ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করে। এ সময় তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে অটল থাকে। উপাচার্য ড. এস এম ইমামুল হক পদত্যাগ কিংবা পূর্ণ-মেয়াদে ছুটিতে না যাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে বলে জানা যায়।

ওডি/এসএসকে

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড