• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলেজ ক্যাম্পাসের জঙ্গল থেকে নবজাতক উদ্ধার 

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১১:২০

নবজাতক উদ্ধার
কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার করা হয় নবজাতককে ( ছবি : সংগৃহীত )

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরের জঙ্গলের ভেতরে নবজাতকটি কান্না করছিল। এ সময় কান্নার শব্দ পেয়ে কলেজের দুই শিক্ষার্থী শিশুটিকে উদ্ধার করে। তবে কে বা কারা নবজাতকটিকে ওই স্থানে ফেলে গেছে তা জানা যায়নি।

জানা গেছে, ওই দিন রাতে ক্যাম্পাসে হাঁটতে বের হয় কলেজের দুই শিক্ষার্থী শামীম রেজা ও এমবিএর আবদুল্লাহ। এ সময় তারা জঙ্গলের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে একটি ফুটফুটে নবজাতক দেখতে পেয়ে ৯৯৯–এ ফোন দেন। এর পর রাত ১০টার দিকে বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল পর্যন্ত উদ্ধার হওয়া নবজাতকটির মা-বাবার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার আজিজুল হক বলেন, নবজাতকটি মেয়ে। তার বয়স একদিন হতে পারে। ওজন আনুমানিক আড়াই কেজি। জন্ম থেকেই তার ঠোঁট ও তালুকাটা।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড