• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে তৃতীয় তালিকায় এক প্রক্সিদাতা আটক

  বেরোবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫
উমর ফারুক
আটককৃত উমর ফারুক (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে তৃতীয় মেধা তালিকায় সাক্ষাৎকার দিতে আসা এক শিক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাক্ষাৎকার চলাকালীন তাকে আটক করা হয়। আটককৃত উমর ফারুক জামালপুর জেলার বকশিগঞ্জ রফিকুল ইসলামের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম বলেন, ‘আটককৃত শিক্ষার্থী প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সাক্ষাৎকার দিতে আসলে দায়িত্বরত শিক্ষকগণ তাকে সন্দেহ করেন এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অপরাধ স্বীকার করে। পরে তাকে তাজহাট থানায় সোপর্দ করা হয়।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহিবুল ইসলাম বলেন, ‘আটককৃত শিক্ষার্থী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে তাজহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড