• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

  ববি প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩
ফানুস
ফানুস ওড়ানো (ছবি : দৈনিক অধিকার)

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) লোকপ্রশাসন বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কেক কেটে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক। দিবসটি উপলক্ষে লোক প্রশাসন বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান তাসনুভা হাবিব জিসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কনসার্ট (ছবি : দৈনিক অধিকার)

এরপর বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর সন্ধ্যায় শিক্ষার্থীদের উদ্যোগে মুক্ত মঞ্চে ফানুস ওড়ানো হয়। রাতে এক জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড 'কুঁড়েঘর', 'কুলফিউশন' এবং 'বর্ণীল'।

এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড