• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবিতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৫

চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ ভবন প্রাঙ্গণে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অনুষদের ডিন কার্যালয়ের সামনে এই বোমা সদৃশ বস্তুটিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশ ঘিরে ফেলে পুলিশ সদস্যরা।

এদিকে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, এদিন রাতে আইন অনুষদের ডিন কার্যালয়ের সামনে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে তাৎক্ষণিক পুলিশ এসে আশপাশের এলাকা ঘিরে ফেলে।

ফাঁড়িতে উপস্থিত পুলিশ সদস্যরা আরও জানান, বিষয়টি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। পরদিন শুক্রবার সকালে তারা এসে বস্তুটিকে পরীক্ষা করার পর গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

অপরদিকে জেলা পুলিশের অন্য একটি সূত্র জানায়, পড়ে থাকা কালো রঙের বস্তুটি দেখতে অনেকটা হ্যান্ড মেইড গ্রেনেডের মতো। এর মধ্যে বেশ কয়েকটি ইলেকট্রিক তার রয়েছে। আকৃতিতে এটি অনেকটা চ্যাপ্টা এবং গোলাকার।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড