• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

১১ দফা দাবিতে বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপি

  বেরোবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬
বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

উপাচার্যের পিএস (ব্যক্তিগত সচিব) আমিনুর রহমানকে অবিলম্বে পিএস পদ থেকে অব্যাহতি দিয়ে অন্য দপ্তরে বদলী, সংস্থাপন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার খন্দকার গোলাম মোস্তফাকে অন্য দপ্তরে বদলিসহ ১১দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অফিসার্স অ্যাসোসিয়েশন রেজিস্ট্রারকে স্মারকলিপি দিয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালকে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন ।

অন্যান্য দফাসমূহ হলো- পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের স্থায়ীকরণ অবিলম্বে সম্পন্ন করা এবং যে সব কর্মকর্তাদের পদোন্নতি বোর্ড হয়নি তাঁদের বোর্ডগুলো দ্রুত সম্পন্ন করা, প্রতিহিংসা পরায়ণ হয়ে যে সব কর্মকর্তাদের পদ বদল করে অন্য দপ্তরে বদলী করা হয়েছে তাঁদের স্বপদে ও স্ব দপ্তরে ফেরত আনা, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তর ভিত্তিক সিনিয়রিটির ভিত্তিতে শূন্য পদে প্রতিস্থাপন করা, পুলিশ ভেরিফিকেশন ফরম সংশোধন করে সরকারি ফরমের ন্যায় ফরম সরবরাহ করে দ্রুত পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা এবং প্রতিটি দপ্তরকে জব ডেসক্রিপশন অনুযায়ী কার্যক্রম বুঝিয়ে দেওয়া, যথাযথভাবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা, প্রশাসনিক ভবনের কক্ষ বরাদ্দের নিমিত্তে গঠিত কমিটি বাতিল করে জ্যেষ্ঠতম কর্মকর্তার সমন্বয়ে নতুন কমিটি গঠন করে গঠিত কমিটিকে কক্ষ বরাদ্দের দায়িত্ব দেওয়া, শিক্ষা জীবনে যে সব কর্মকর্তাদের তৃতীয় শ্রেণি আছে তাঁদের পদোন্নতি বিষয়ে 'কর্মকর্তা পদোন্নতি নীতিমালায়' স্থায়ী সমাধান অন্তর্ভুক্ত করা, ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীদের ৪৪ মাসের বকেয়া বেতন প্রদানের ব্যবস্থা করা, হয়রানিমূলক বদলী কৃত কর্মকর্তাদের পূর্বের দপ্তরে পুনর্বহাল করা, রেজিস্ট্রার অফিসের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা, প্রশাসনিক প্রধান রেজিস্ট্রার কার্যালয়ে তাঁর অধীনস্থ কোন কর্মকর্তার নজরদারি বা গোয়েন্দাগিরি বন্ধ করা।

এ বিষয়ে রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল বলেন, বিষয়টি উপাচার্যের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড