• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংশোধন শুরু

  অধিকার ডেস্ক    ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৯

মাউশি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

গত বছর ২০১৮ সালের ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন থেকে বাদপড়া ও রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সংশোধন শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) থেকে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ তথ্যে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে বিভাগ, বিষয় ও ছবি সংশোধন এবং বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে।

সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত খাতে রেজিস্ট্রেশন সংশোধন ফি জমা দিতে হবে। ৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে সংশোধন ও বাদপড়াদের রেজিস্ট্রেশন করতে হবে। বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ২৭৩ টাকা নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন সংশোধনে শিক্ষার্থী প্রতি বিভাগ পরিবর্তনে ৫০০ টাকা এবং বিষয় পরিবর্তনে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারির পর আর কোনো সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হবে না।

গত ৬ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড