• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হলের বাইরে ভোট কেন্দ্র করা কোনোভাবেই সম্ভব নয় : উপ-উপাচার্য

  ঢাবি প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০১৯, ১৬:০৯
ঢাবি
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট কেন্দ্র কোনোভাবেই হলের বাইরে করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানান উপ-উপাচার্য।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচনে ভোট কেন্দ্র হলের বাইরে করার জন্য আন্দোলন করছে কয়েকটি ছাত্র সংগঠন, কিন্তু তাদের এই প্রস্তাবটি কখনোই সমর্থনযোগ্য নয়, প্রশাসন সেটি করতেও পারে না। এটা নৈতিকতার প্রশ্ন। আমরা শিক্ষকরা এখানে কাজ করব। এটাতো উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদের নির্বাচন না যে, এ দাবি করবে, ওই দাবি করবে।’

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করা চিন্তাতেই নেই। এরকম হলেতো সমাজে শিক্ষক হিসেবে মুখই দেখাতে পারব না। শিক্ষার্থীদের এ ধরণের চিন্তা পরিহার করা উচিত।

এ দিকে, ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র হলে না করে অ্যাকাডেমিক ভবনে করার দাবিতে আন্দোলনে নামছে শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া অন্যসব সব ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশের মতামতকে অগ্রাহ্য করে শুধুমাত্র একটি মাত্র ছাত্র সংগঠনকে জেতানোর লক্ষ্যে হলেই ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তে অনড় রয়েছে। আমরা বারবার বললেও হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনে গঠনতন্ত্র সংশোধন করা হয়নি।’

তিনি বলেন, তবে আমরা এখনও আশাবাদী তফসিল ঘোষণার আগে প্রশাসন বিষয়টি পুনর্বিবেচনা করবে। নতুবা আমরা সব ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড