• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শহীদ মিনার পরিষ্কার করল যবিপ্রবির শিক্ষার্থীরা

  যবিপ্রবি প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০১৯, ০৬:৪৮
শহীদ মিনার
কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করছেন শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বুধবার (৩০ জানুয়ারি) যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একদল উদ্যমী শিক্ষার্থী। সরেজমিনে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। গত বছর শহীদ দিবস পালনের পর শহীদ মিনারে আর কোন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয় নি। বুধবার একদল শিক্ষার্থীকে দেখা যায় শহীদ মিনারটিকে পরিষ্কার করতে।

এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন, শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ নূর, শমর হলের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী ও শেখ শরীফউদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এ সময় হুমায়রা আজমিরা এরিন জানান, আসছে মহান শহীদ দিবস, ভাষা শহীদেরা তাদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের এ মাতৃভাষা উপহার দিয়ে গেছেন।ভাষা শহীদদের প্রতি সম্মান রেখেই আমাদের এ আয়োজন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড