• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে চলছে দুই দিনব্যাপী পিঠা উৎসব

  নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৪৯
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত পিঠা উৎসবে উপস্থিত অতিথিবৃন্দ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে ধানমন্ডির মেইন ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত উৎসবের আজ দ্বিতীয় এবং শেষ দিন।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক এম চৌধুরী।

মেলায় বিভিন্ন আকার, আকৃতি ও বিভিন্ন স্বাদের প্রায় ৭০ রকমের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতিথিরা প্রদর্শিত পিঠার প্রশংসা করেন এবং বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ করেন। তারা শিক্ষার্থীদের এরকম সৃজনশীল আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসহ সকলকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড