• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে ব্যতিক্রমী ‘হিম উৎসব’ শুরু

  জাবি প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০১৯, ২২:৪৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ছবি : নিজস্ব

‘সু আশায় কেটে যাক কু আশার ঘোর’ এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হিম উৎসব-২০১৯’। এ উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালনায় ও ‘পরম্পরায় আমরা’র আয়োজনে এ উৎসব শুরু হয়েছে।

উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ছিল হিমযাত্রা, সাপ ও লাঠি খেলা, মনিপুরী নৃত্য, সঙ এবং গাজী কালুর গান।

দ্বিতীয় দিন শুক্রবার থাকবে আর্ট ক্যাম্প এবং শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান।

শেষ দিন শনিবার সকাল ১১টায় থাকছে কনসার্ট এবং বাংলা ফাইভ’র অ্যালবাম ‘কনফিউশন’ এর প্রকাশনা। এছাড়া প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে থাকবে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী।

অনুষ্ঠানের বিষয়ে আয়োজক সংগঠকরা জানান, ‘ বর্তমানে আমাদের সমাজ থেকে লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের লোকজ সংস্কৃতি হাজার বছর টিকে থাক। আমাদের পরিচয় আমাদের সংস্কৃতিতে, আমাদের ভাষায়, আমাদের নিঃশ্বাসে। আমরা বেঁচে থাকি গানে, কবিতায়। আমরা নিজেদের মাঝে লালন করি আমাদের সংস্কৃতি। তাই আমরা চাই আমাদের এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি যেন ফিরে পায় নতুন প্রাণ।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড