• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতীকের মৃত্যুতে শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শোক

  শাবি প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০১৯, ০২:৪৩
শাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মো. তাইফুর রহমান প্রতীকের অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাবী ছাত্র মো. তাইফুর রহমান প্রতীকের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীরভাবে মর্মাহত। তার এই আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে সার্বিক বিষয় খতিয়ে দেখে রিপোর্ট প্রদানের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৪ জানুয়ারি) সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় প্রতীককে তার বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় থানায় এবং প্রতীকের পরিবারের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে এবং পরদিন তার বাবার কাছে প্রতীকের লাশ হস্তান্তর করে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড