• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে চার শতাধিক আসন শূন্য

  বেরোবি প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০১৯, ১১:৫১
বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির জন্য এখনও চার শতাধিক আসন শূন্য রয়েছে। শূন্য আসনে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এর আগে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) প্রথম তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রথম পর্যায়ে ভর্তি শেষে মোট ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে শূন্য রয়েছে মোট ৪০৭টি আসন। বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির দায়িত্বে থাকা ছয়টি অনুষদের সমন্বয়ক পৃথকভাবে ইউনিটভিত্তিক আসন শূন্য থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১৯৫টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ৬৭টি আসন। সামাজিক বিজ্ঞান অনুষদঅভুক্ত ‘বি’ ইউনিটের ৩৭৫টি আসনের বিপরীতে শূন্য রয়েছে ১০১টি। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৪৫টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ৩৩টি।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৮০টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ১২৩টি। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১০০টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ১৯টি এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ১২০টি সাধারণ আসনের বিপরীতে শূন্য রয়েছে ৬৪টি।

ভর্তি কমিটি সূত্র জানায়, শূন্য আসনের বিপরীতে আগামী ২৭ জানুয়ারি দ্বিতীয় সাক্ষাৎকার এবং ২৮ জানুয়ারি নির্বাচিতদের ভর্তি সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ জানুয়ারি দ্বিতীয় সাক্ষাৎকার ও ২৩ জানুয়ারি তাদের ভর্তির সময় নির্ধারিত ছিল। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা পিছিয়েছে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড